জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালীতে মহিষের আক্রমণে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শ্রীপুর নুরুল্লা মুন্সির হাটে এ ঘটনা ঘটে।
Advertisement
নিহত কিশোরের নাম কামরুল ইসলাম ইহাম। সে ওই এলাকার মো. মোরশেদের ছেলে।
স্থানীয় শ্রীপুর-খরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকাররম বলেন, বিকেলে নুরুল্লা মুন্সির হাটে গরু দেখতে গিয়েছিল কামরুল। ওই সময় হাটে পিকআপ থেকে মহিষ নামাচ্ছিলেন এক ব্যবসায়ী। এর মধ্যে একটি মহিষের আক্রমণে কামরুল আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নগরের হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম জানান, পশুরহাটে মহিষের আক্রমণে কিশোর নিহতের খবর জেনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।