চট্টগ্রামে ফের করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণের আবারো ঊর্ধ্বমুখী হচ্ছে। চলতি মাসের প্রথম ৫ দিন সংক্রমণ কম এবং হার ১০ শতাংশের মধ্যে থাকলেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয় ১৯৮ জন। সংক্রমণের হার ১২ দশমিক ৬২ শতাংশ। এ সময় ৪ করোনা রোগির মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট ও নগরীর নয়টি ল্যাবে গতকাল ১ হাজার ৫৬৯ জনের নমুনা পরীক্ষা হয়। নতুন শনাক্ত ১৯৮ জনের মধ্যে শহরের ১০২ জন ও ১২ উপজেলার ৯৬ জন।

উপজেলায় আক্রান্তদের মধ্যে রাউজানে সর্বোচ্চ ২৬, আনোয়ারায় ১৫, হাটহাজারীতে ১৪, লোহাগাড়া ও বোয়ালখালীতে ১০ জন করে, সাতকানিয়ায় ৮, মিরসরাইয়ে ৫, সীতাকু-ে ৩, ফটিকছড়ি ও পটিয়ায় ২ জন করে এবং বাঁশখালীতে ১ জন রয়েছেন।

চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে এ পর্যন্ত মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ৩১৯ জন। এর মধ্যে শহরের ৭২ হাজার ৮০৪ এবং গ্রামের ২৭ হাজার ৫১৫ জন।

গতকাল করোনায় আক্রান্ত রোগিদের মধ্যে শহর ও গ্রামের ২ জন করে ৪ জন মারা যান। মৃতের সংখ্যা ১ হাজার ২৫৫ জন হয়েছে। এতে শহরের ৬৯৮ জন ও গ্রামের ৫৫৭ জন। আরোগ্যলাভ করেন নতুন ৮৯৩ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৭৫ হাজার ৭২৮ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১০ হাজার ১১ জন। বাসায় থেকে চিকিৎসায় সুস্থ হন ৬৫ হাজার ৭১৭ জন। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হন ১৫২ এবং ছাড়পত্র নেন ২১৭ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৪১১ জন।

উল্লেখ্য, আগের দিন ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ ৬ শতাংশে নেমে এসেছিল। এক হাজার ২৫২ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জন আক্রান্ত ধরা পড়ে। সংক্রমণ হার ছিল ৬ দশমিক ০৭ শতাংশ। ৫ করোনা রোগীর মৃত্যু হয়।