Advertisement
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে বাসচাপায় এক ব্যবসায়ীর প্রাণহানি হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার বড়দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মো. মুসা সওদাগর উত্তর মাদার্শা এলাকার বাসিন্দা ও টেরিবাজারের কাপড় ব্যবসায়ী।
স্থানীয়দের বরাতে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জানান, সকাল সোয়া ৭টার দিকে দ্রুতগামী একটি বাস ব্যবসায়ী মুসাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি জানান, স্থানীয়রা বাসটি আটক করলেও চালক ও তার সহযোগী পালিয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।