জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির ওপর হামলার অভিযোগ উঠেছে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রাউজান উপজেলা অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। সেখানে “ঘটনা প্রবাহ, চলমান সংকট ও নিরসন, আজকের প্রজন্ম ও আগামীর বাংলাদেশ” শীর্ষক এক মতবিনিময় সভায় যোগ দিতে গিয়েছিলেন রাফি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে রাফির উপস্থিতিতে হট্টগোলের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
তবে হামলার বিষয়ে খান তালাত মাহমুদ রাফির কোনো বক্তব্য জানা যায়নি।
বিষয়টি নিয়ে রাউজানের ছাত্র প্রতিনিধি এম. আবেদীন সাজিদ সংবাদমাধ্যম বলেন, “সোমবার রাউজান উপজেলা অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেন রাফি। সেখানে আবদুল্লাহ আল হামিদ নামে একজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। সে ছাত্রলীগ ও সেন্ট্রাল বয়েজ অফ রাউজানের সদস্য। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
বিষয়টি নিয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন, “অনুষ্ঠানের ভেতরে হট্টগোল হয়েছে। কিছু ছাত্র থানায় এসে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এর আগে, গত ১১ জানুয়ারি চট্টগ্রামে রাফির উপস্থিতিতে একটি আলোচনা সভায় হট্টগোলের ঘটনা ঘটে। সেখানে রাফির বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় একটি পক্ষকে।
সূত্র : সমকাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।