
জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহানগরীতে একজন এবং জেলায় চারজন মারা গেছেন। খবর ইউএনবি’র।
শুক্রবার দিবাগত রাত ৩টায় জেলা সিভিল সার্জন অফিস থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
তবে লিখিত এ তথ্যে করোনায় মারা যাওয়া ৫ জনের নাম পরিচয় ঠিকানা প্রকাশ করা হয়নি।
একই তথ্যে চট্টগ্রাম ও কক্সবাজারে ৫টি ল্যাবে নতুনভাবে ২২২জন করোনা রোগী শনাক্তের কথা বলা হয়েছে।
জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে ৫টি ল্যাবে ৮৭৪ জনের করোনা পরীক্ষায় ২২২ জনের পজেটিভ এসেছে। এর মধ্যে মহানগরীতে ১৬২ জন ও বিভিন্ন উপজেলায় ৬০ জন করোনা আক্রান্ত হয়েছে। আর ২৪ ঘন্টায় মারা গেছে ৫ জন।
সুত্র জানায়, চবি ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষায় ২৬ জন পজেটিভ (উপজেলায়), বিআইটিআইডিতে ২২৫ জনের মধ্যে ৪৫ জন পজেটিভ। এর মধ্যে নগরীতে ২২ ও জেলায় ২৩ জন।
চমেক ল্যাবে মোট ৪৪৮ জনের পরীক্ষায় ১৩৭ পজেটিভ। এর মধ্যে নগরীতে ১২৯ ও জেলায় ৮জন।
ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ২২৩ জনের মধ্যে ১১ জন পজেটিভ। সবাই মহানগরীতে। কক্সবাজার মেডিকেল হাসপাতালে ২০ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের পজেটিভ এসেছে।
এছাড়া বৃহস্পতিবার থেকে বেসরকারিভাবে চালু হওয়া ইমপেরিয়াল হাসপাতালে করোনা টেস্টের কোন রিপোর্ট পাওয়া যায় নি।
প্রসঙ্গত, গত শুক্রবার পর্যন্ত দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একদিনে সর্বোচ্চ তিন হাজার ৪৭১ জন। সেই সাথে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুবরণ করেছেন ৪৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুসারে, দেশে এখন পর্যন্ত করোনার মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮১ হাজার ৫২৩ জন। আর মোট মারা গেছেন এক হাজার ৯৫ জন।
এদিন ৫৯টি ল্যাবে মোট ১৬ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৯৯০টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৩২২টি। শনাক্তের হার ২১.৭১।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।