
জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে করোনায় মৃত্যুশূন্য দিনে গতকাল ৬৯ জনের দেহে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৫ দশমিক ০২ শতাংশ।
এটি ছিল একশ’র নিচে করোনাভাইরাসে আক্রান্তের টানা সপ্তম দিন। এক সপ্তাহের হিসোবে দেখা যায়, ১৮ জানুয়ারি নতুন বাহক শনাক্ত হয় ৯৮ জন। সংক্রমণ হার ৬ দশমিক ৭২ শতাংশ। করোনায় এক রোগীর মৃত্যু হয়। ১৭ জানুয়ারি ৮৮ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়। সংক্রমণ হার ৭ দশমিক ৬৯ শতাংশ। এ সময়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। ১৬ জানুয়ারি ৬৫ জন নতুন বাহক শনাক্ত হন। সংক্রমণ হার ৪ দশমিক ৪২ শতাংশ। করোনায় কেউ মারা যায়নি। ১৫ জানুয়ারি ৮৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মেলে। হার ৭ দশমিক ৫৩ শতাংশ। এদিন কারো মৃত্যু হয়নি। ১৪ জানুয়ারি নতুন ৯১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। সংক্রমণের হার ৫ দশমিক ৪৫ শতাংশ। করোনায় আক্রান্তদের মধ্যে একজন মারা যায়। ১৩ জানুয়ারি চট্টগ্রামে করোনাকালের সর্বনি¤œ সংক্রমণ হারের রেকর্ড হয়। এক হাজার ৭৯৩ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জন পজিটিভ চিহ্নিত হন। সংক্রমণের হার ২ দশমিক ৯৫ শতাংশ। এদিন করোনায় কেউ মারা যায়নি।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর সাতটি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১ হাজার ৩৭৪ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন ৬৯ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের বাসিন্দা ৫৭ জন ও আট উপজেলার ১২ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৩২ হাজার ৩৩২ জন। এর মধ্যে শহরের ২৫ হাজার ১৮৯ জন ও গ্রামের ৭ হাজার ১৪৩ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে রাউজান, সীতাকু-, আনোয়ারা ও পটিয়ায় ২ জন করে এবং রাঙ্গুনিয়া, হাটহাজারী, মিরসরাই ও বাঁশখালীতে ১ জন করে রয়েছেন।