জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে যুক্ত হচ্ছে কাক্সিক্ষত ডেমু ট্রেন। আগামী ৬ ফেব্রুয়ারি শনিবার চট্টগ্রামের পটিয়ায় এ ডেমু ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
আগামী ৬ ফেব্রুয়ারি শনিবার ডেমু ট্রেন উদ্বোধনের সত্যতা নিশ্চিত করে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত বলেন, ‘চট্টগ্রাম থেকে ভোর সাড়ে ৫টায় পটিয়ার উদ্দেশে ছেড়ে যাবে, পটিয়া পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে।