বাজারে যেন পণ্যের সংকট না হয় সেজন্য গম আমদানি করেছে বাংলাদেশ সরকার। পণ্যের দাম বৃদ্ধি পাওয়াতে গরিব মানুষের কষ্ট হচ্ছে। সামনে রমজান মাসকে কেন্দ্র করে যাতে কোন সমস্যা না হয় সেজন্য আর্জেন্টিনা থেকে ৫০ হাজার ২ শত মেট্রিক টন গম আমদানি করা হয়েছে।
এ গম অলরেডি চট্টগ্রাম বন্দরে পৌঁছে গেছে। আর্জেন্টিনা থেকে এমভি এলপিডা জিআর জাহাজটি বর্তমানে চট্টগ্রাম বন্দরে রয়েছে। খাদ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
ইমদাত ইসলাম খাদ্য মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করছেন। আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি স্বাক্ষর করেছেন। আজ বুধবার বিজ্ঞপ্তিটি অফিশিয়ালি প্রকাশ করা হয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানিকৃত ৫০ হাজার ২ শত মেট্রিক টন গম নিয়ে এমভি এলপিডা জিআর জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।’
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘জাহাজে রক্ষিত গমের মধ্যে ৩০ হাজার ১২০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।