চতুর্থ দিনেও ধামাকা চলছে পাঠানের, হার মানলো বাহুবলী-২ ও কেজিএফ-২
বিনোদন ডেস্ক: একেই বলে বাদশাহর কামব্যাক। চার বছর পর বড় পর্দায় ফিরে ওই চার বছরে রেকর্ড করা ছবিগুলোর গুমড় একে একে ভেঙে দিচ্ছেন তিনি। বলছি, শাহরুখ খানের পাঠানের কথা। মুক্তির চতুর্থ দিনে এই ছবির কাছে হার মেনেছে বাহুবলী-২ ও কেজিএফ-২ এর মতো সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা। খবর আনন্দবাজার পত্রিকার।
মুক্তির দিনে অর্থাৎ ২৫ জানুয়ারি ভারতের বক্স অফিসে ৫৫ কোটি রুপির ব্যবসা করেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। দ্বিতীয় দিনে অঙ্কটা বেড়ে হয় ৬৮ কোটি। যদিও শুক্রবার আয়ের পরিমাণ ছিল খানিকটা পড়তির দিকে। ব্যবসার পরিমাণ ছিল ৩৮ কোটি রুপি। ভাবা হচ্ছি, এবার বুঝি আয় নামবে নিচের দিকে। কিন্তু সে ধারণা মিথ্যা প্রমাণিত করে চতুর্থ দিন অর্থাৎ শনিবারে শুক্রবারের তুলনায় ৪০ শতাংশ আয় বেড়েছে এই সিনেমার।
শুক্রবার পর্যন্ত পাঠানের ব্যবসা ছিল ৩০০ কোটি। এর মাধ্যমে প্রথম ভারতীয় ছবি হিসেবে পাঠান মাত্র ৪ দিনের ব্যবসায় বক্স অফিসে ৩০০ কোটি রুপির গণ্ডি পার করেছে। অর্থাৎ বাদশা অভিনীত এই ছবি পেছনে ফেলেছে বাহুবলী-২ এবং কেজিএফ-২ এর মতো কঠিন প্রতিযোগীদের।
দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত কেজিএফ-২ ছবিটির হিন্দি ভার্সন ৫ দিনে ২০০ কোটি রুপির ব্যবসা করেছিল। অন্য দিকে এস এস রাজামৌলি পরিচালিত বাহুবলী-২ এর হিন্দি ভার্সন ৬ দিনে ওই মাইলফলক স্পর্শ করেছিল।
এরই মধ্যে ভারতীয় ছবি হিসেবে একাধিক বড় বড় রেকর্ড তৈরি করেছে পাঠান। সামনে অর্জন আরও বাকি, এ যেন তারই ইঙ্গিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।