in ,

চবিতে শেষ হলো ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ স্নাতক শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে জানা যায়, পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ছিল ৯ হাজার ৯০৩ জন। যার মধ্যে অংশ নিয়েছেন ৬ হাজার ৮৬৯ জন। যা মোট পরীক্ষার্থীর ৬৯ দশমিক ৩৬ শতাংশ। আর তিন হাজার ৩৪ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। যা মোট পরীক্ষার্থীর ৩০ দশমিক ৬৪ শতাংশ।

এদিকে পরীক্ষার হল পরিদর্শনে যান চবি ভিসি প্রফেসর ড. শিরীণ আখতার। এসময় উপস্থিত ছিলেন প্রো ভিসি প্রফেসর বেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান, আইন অনুষদের ডিন প্রফেসর আবু নোমান, প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া, সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া।

ভিসি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে এবার ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কয়েক দফায়। শুরু থেকে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নি। আমরা প্রশাসন থেকে সর্বোচ্চ নজরদারি রেখেছিলাম। সামনে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। আশাকরি সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার সহযোগিতায় ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি আমরা। ঢাবির পরীক্ষায় জালিয়াতি বা অনিয়মের কোনও ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, প্রথমবারের মতো এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয়ে, সিলেট বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবং ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।