বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: নাথিং ফোন (1) এর উত্তরসূরি হয়ে বাজারে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন। আনুষ্ঠানিক ঘোষণা হতে এখনও কিছুদিন বাকি থাকলেও Nothing Phone (2) নিয়ে সরগরম নেটদুনিয়া। প্রথম ভার্সনের মতো এই ভার্সনও মাতিয়ে রেখেছে মোবাইল-প্রেমীদের। ইতিমধ্যে বেশ কিছু ফিচার্স ফাঁস হয়েছে স্মার্টফোনের।
জানা যাচ্ছে, নাথিং ফোন (2)-এ পাওয়া যাবে না 128GB স্টোরেজ। থাকবে 256GB এবং 512GB ইন্টার্নাল স্টোরেজ বেছে নেওয়ার সুযোগ। যা একটি বড় চমক হতে চলেছে কোম্পানির তরফে। র্যামের ক্ষেত্রে মিলবে 8GB এবং 12GB এর বিকল্প।
১১ জুলাই অফিশিয়ালি লঞ্চ হবে Nothing Phone (2)। লঞ্চ হওয়ার পর ভারতে দ্রুত এর বিক্রি শুরু করবে কোম্পানি। ইতিপূর্বে, ফোনের কিছু ঝলক দর্শকদের সামনে এনেছেন কোম্পানির সিইও কার্ল পেই। আসলে নাথিং ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার ট্রান্সপেরেন্ট ডিজাইন। এবারেও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন তিনি।
ফোনের পাশাপাশি যে টাইপ-সি USB কেবিল থাকবে তাতেও নাকি ট্রান্সপেরেন্ট ডিজাইনের দেখা যাবে। ওয়ানপ্লাসের প্রাক্তন সহ প্রতিষ্ঠাতা এই স্মার্টফোন নিয়ে বেশ আশাবাদী। সংস্থার প্রথম স্মার্টফোন বেশ উৎসাহ তৈরি করেছিল ইন্টারনেটে। দ্বিতীয় স্মার্টফোন সে ক্ষেত্রে কতটা সফল হবে তা যদিও সময় বলবে। তার আগে ফোনের সম্ভাব্য স্পেকস ও দামে নজর দেওয়া যাক।
Nothing Phone (2) এর সম্ভাব্য স্পেকস
6.7 ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে, Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর সহ একাধিক দুর্দান্ত ফিচার থাকবে স্মার্টফোনে। ক্যামেরার ক্ষেত্রে মিলবে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফির জন্য সামনে মিলবে 32 মেগাপিক্সেল ক্যামেরা।
4,700mAh ব্যাটারিতে চার্জ হবে নাথিং ফোন। সঙ্গে মিলবে 66 ওয়েট ফাস্ট চার্জিং সাপোর্ট। অ্যান্ড্রয়েড 13 সফটওয়্যার দ্বারা অপারেট করা যাবে এই স্মার্টফোন। প্রথম ভার্সনের মতো এতেও প্রায় একই ডিজাইন ও ডিউরেবিলিটি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
Nothing Phone (2) এর সম্ভাব্য দাম
আপনাদের মনি করিয়ে দি, নাথিং ফোন যখন প্রথম লঞ্চ হয় ভারতে তখন তার দাম রাখা হয়েছিল 32,999 টাকা। যদিও পরবর্তীকালে নানান অফার ও সেলে ফোনের দাম কমবেশি হয়েছে। অপরদিকে নাথিং ফোন (2) এর দামের কথা যদি বলি তাহলে এটির বেস মডেলের দাম শুরু হতে পারে 729 ইউরো থেকে।
ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী, 8GB ভেরিয়েন্টের দাম 729 ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় 65,000 টাকা) এবং 12GB ভেরিয়েন্টের দাম 849 ইউরো (ভারতীয় মুদ্রায় 76,000 টাকা) থাকতে পারে। যদিও এই দাম চূড়ান্ত নয়। ভারতীয় বাজারের কথা মাথায় রেখে দামে চমক রাখবে নাথিং এমনটাই আশা করছে সবাই।
সূত্র: এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।