আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্নাটকের একটি মাহিন্দ্রা শোরুমে বন্ধুর সঙ্গে গাড়ি দেখতে এসেছিলেন এক এক সুপারি চাষি। কিন্তু সাধারণ বেশভূষা দেখে প্রচণ্ড অপমান করেন ওই শোরুমের সেলসম্যান। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ওই সুপারি চাষির নাম কেম্পেগৌড়া। একটি মাহিন্দ্রা বোলেরো পিকআপ ভ্যান কেনার জন্য তার বন্ধুকে নিয়ে খোঁজখবর নিতে গিয়েছিলেন শোরুমে। কিন্তু সেখানে প্রবেশের পরেই সেলসম্যান তাদের তাচ্ছিল্যের সঙ্গে কিছু অপমানজনক কথা বলে।
কেম্পেগৌড়ার অভিযোগ করে বলেন, গাড়ি সম্পর্কে জানতে চাইলে কটূক্তি করে বিক্রয়কর্মী বলেন, পকেটে ১০ রুপি আছে? ১০ রুপির গাড়ি এখানে পাওয়া যায় না।
“You Don’t Even Have ₹ 10,” Farmer Told At SUV Showroom. What He Did.
Read more: https://t.co/VNkEZl12an pic.twitter.com/kGESFgZBta
— NDTV (@ndtv) January 24, 2022
কৃষকের দাবি, সেলসম্যান তাঁকে কটূক্তি করেন। তাঁকে বলা হয়, এটা কোনও ১০ টাকার সস্তার গাড়ি নয়। তিনি আরও অভিযোগ করেন, সেলসম্যান তাঁকে বলেন যে এতজন বন্ধুবান্ধব নিয়ে কেউ গাড়ি কিনতে আসেন না।
এতে প্রচণ্ড অপমান বোধ করেন এই সুপারি চাষি। পরে তিনি সেলসম্যানকে বলেন, ১০ রুপি নয় ১০ লাখ রুপির গাড়ি কেনার ক্ষমতা আছে আমার।
সেলসম্যানকে চ্যালেঞ্জ ছুড়ে কেম্পেগৌড়া বলেন, তিনি যদি ১০ লাখ রুপি নিয়ে আসেন তাহলে ওই সেলসম্যানকে তৎক্ষণাৎ গাড়ি ডেলিভারি দিতে হবে।
সেই ঘটনার আধা ঘণ্টার মধ্যেই নগদ ১০ লাখ রুপি নিয়ে ওই শোরুমে আবার আসেন কেম্পেগৌড়া। তবে সেলসম্যান তৎণক্ষণাৎ গাড়ি ডেলিভারি দিতে সক্ষম হননি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
হতবাক হয়ে যান শোরুমের কর্মীরা। তাঁরা ওই কৃষককে জানান, গাড়িটি তিন দিনের মধ্যে ডেলিভারি করা হবে। এরপরে শোরুম থেকে বেরিয়ে তিলকনগর থানায় ওই কর্মীদের বিরুদ্ধে অভদ্র আচরণ এবং কটূক্তির অভিযোগ দায়ের করেন। শোরুমের সেলসম্যান এবং অন্যান্য কর্মচারীরা পরে তাঁর কাছে ক্ষমা চেয়েছেন। তাঁকে একটি লিখিত ক্ষমাপ্রার্থনা চিঠিও পাঠানো হয়। ক্ষমা চাওয়ার পরে সৌহার্দ্যপূর্ণভাবে এর নিষ্পত্তি করেন স্থানীয় পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।