চরিত্রের জন্য ‘নির্লজ্জ’ হতে আপত্তি নেই অভিনেত্রীর

বিনোদন ডেস্ক : এবারের কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে ‘আঁ সার্তে রিগা’ বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পান পশ্চিমবঙ্গের অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। কনস্ট্যানটিন বোঁজ্যনভের ‘দ্য শেমলেস’ সিনেমার জন্য পুরস্কারটি জিতেছেন তিনি।

রবিবার (৮ ডিসেম্বর) কলকাতা চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শনের পর সংবাদ সম্মলেনে কাজের নানান প্রসঙ্গে কথা বলেছেন অনসূয়া। ‘দ্য শেমলেস’ সিনেমায় একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

চলচ্চিত্রের স্বার্থে কতটা ‘শেমলেস’ হতে পারেন অনসূয়া? এমন প্রশ্নের জবাবে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে অভিনেত্রী বলেন, চিত্রনাট্য সত্যি চাইলে সিনেমার কারণে যতটা শেমলেস হতে হবে, ততটাই হব। এ নিয়ে আমার কোনো দ্বিধা নেই।

বাংলা সিনেমায় কাজের প্রসঙ্গে সাক্ষাৎকারে অনসূয়া বলেন, বাংলা সিনেমায় কাজের জন্য উন্মুখ হয়ে আছি। ভালো কোনো চিত্রনাট্য পেলেই অভিনয় করতে রাজি হয়ে যাব।

দুনিয়ায় বোকা লোকের অভাব নেই, কাকে বললেন অমিতাভ

কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনসূয়া। পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য নিয়ে। বর্তমানে মুম্বাইয়ে প্রোডাকশন ডিজাইনারের কাজ করেন তিনি। এদিকে কানে প্রদর্শনীর পর ভারতে মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রীর ‘দ্য শেমলেস’। ২০২৫ সালের শুরুর দিকে মুক্তি পেতে পারে সিনেমাটি।