Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home চলছে ওয়ালটনের টিভি এক্সচেঞ্জ মেলা
    অর্থনীতি-ব্যবসা জাতীয়

    চলছে ওয়ালটনের টিভি এক্সচেঞ্জ মেলা

    জুমবাংলা নিউজ ডেস্কFebruary 17, 20204 Mins Read

    জুমবাংলা ডেস্ক: সারাদেশে চলছে ওয়ালটনের টিভি এক্সচেঞ্জ মেলা। এর আওতায় পুরনো যেকোনো ব্র্র্যান্ডের সচল বা অচল সিআরটি, এলসিডি কিম্বা এলইডি টিভি বদলে গ্রাহকরা আকর্ষণীয় ছাড়ে ওয়ালটনের নতুন এলইডি, স্মার্ট এলইডি ও স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি কিনতে পারবেন। পাশাপাশি, টিভি কিনে রেজিস্ট্রেশন করলে পেতে পারেন ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

    Advertisement

    ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে দেশব্যাপী ‘টিভি এক্সচেঞ্জ মেলা’ শুরু করেছে ওয়ালটন। এর আওতায় গ্রাহকরা পুরনো টিভি বদলে ওয়ালটনের যেকোনো মডেলের নতুন টিভি কেনার সুযোগ পাচ্ছেন। এর বিনিময়ে ওয়ালটনের নতুন টিভি কেনায় পাবেন আকর্ষণীয় অঙ্কের ছাড়।

    এদিকে, দেশব্যাপী ‘সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ টিভি’ ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এখন চলছে সিজন-২। এর আওতায় যেকোনো মডেলের ওয়ালটন টিভি কিনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ২ হাজার ৯১০ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। ক্রেতাদের জন্য এ সুবিধা থাকছে ফেব্রুয়ারির ২৯ তারিখ পর্যন্ত।

    ওয়ালটন টিভির মার্কেটিং কো-অর্ডিনেটর শেখ তোফাজ্জল হোসেন সোহেল জানান, গত বছর শুধু সিআরটি ও এলইডি টিভির গ্রাহকরা পুরনো টিভি বদলে ওয়ালটনের নির্দিষ্ট মডেলের নতুন টিভি কেনার সুযোগ পেয়েছিলেন। সে সময় গ্রাহক পর্যায়ে ভালো সাড়া ফেলেছিল ওই এক্সচেঞ্জ সুবিধা। ব্যাপক গ্রাহক অনুরোধের পরিপ্রেক্ষিতে চলতি মাসে টিভি এক্সচেঞ্জ মেলা শুরু করেছে ওয়ালটন। এবার এলসিডি টিভির গ্রাহকরাও পাবেন এ সুবিধা। সেই সঙ্গে থাকছে ওয়ালটনের যেকোনো মডেলের এলইডি, স্মার্ট এলইডি ও স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি কেনার সুযোগ।

    পুরনো টিভি জমা দিয়ে ক্রেতারা ওয়ালটনের স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভির মধ্যে ২৪ হাজার ৯৯০ টাকা দামের ৮১৩ মিলিমিটার বা ৩২ ইঞ্চি টিভি নিতে পারছেন ২১ হাজার ৫০০ টাকায়, ২৯ হাজার ৯০০ টাকা মূল্যের ৯৯১ মিলিমিটার বা ৩৯ ইঞ্চি টিভি ২৫ হাজার ৯০০ টাকায়, ৪৩ হাজার ৯০০ টাকা দামের ১.০৯ মিটার বা ৪৩ ইঞ্চি ৩৮ হাজার ৯০০ টাকায় এবং ৯৯ হাজার ৯০০ টাকা দামের ১.৩৯ মি. বা ৫৫ ইঞ্চি টিভি ৯০ হাজার ৯০০ টাকায় কেনার সুযোগ রয়েছে।

    এক্সচেঞ্জ মেলায় ‘এন্ড্রয়েড ৭’ অপারেটিং সিস্টেমসমৃদ্ধ ওয়ালটন স্মার্ট এলইডি টিভির মধ্যে ১৯ হাজার ৫০০ টাকা দামের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি কেনা যাচ্ছে ১৬ হাজার ৯০০ টাকায়, ২৭ হাজার ৯০০ টাকা দামের ৩৯ ইঞ্চি টিভি ২৪ হাজার ৪০০ টাকায়, ৩১ হাজার ৯০০ টাকা মূল্যের ৪৩ ইঞ্চি টিভি ২৮ হাজার ৪০০ টাকায় এবং ৯৯ হাজার ৯০০ টাকা দামের ১.৩৯ মি. বা ৫৫ ইঞ্চি ফোর-কে রেজ্যুলেশনের স্মার্ট এলইডি টিভি ৯০ হাজার ৯০০ টাকায়।

    ‘টিভি এক্সচেঞ্জ মেলা’ সুবিধায় ৫০৮ মিমি বা ২০ ইঞ্চি ওয়ালটন এলইডি টিভি বর্তমান দাম ১০ হাজার ৯০০ টাকার পরিবর্তে পাওয়া যাচ্ছে ৮ হাজার ৯০০ টাকায়, ৬১০ মিমি বা ২৪ ইঞ্চি টিভি ১১ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ৯ হাজার ৯০০ টাকায়, ৩২ ইঞ্চি ১৫ হাজার ৮০০ টাকার পরিবর্তে ১৩ হাজার ৬০০ টাকায়, ৩৯ ইঞ্চি ২৩ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ২০ হাজার ৪৯০ টাকায় এবং ৪৩ ইঞ্চি এলইডি ২৭ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ২৩ হাজার ৯৯০ টাকায় কেনা যাচ্ছে।

    ‘সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ টিভি’ ক্যাম্পেইন সিজন-২ এ টিভি কিনে রেজিস্ট্রেশন করলে ক্যাশব্যাকের মাধ্যমে ২৪ ইঞ্চি এলইডি ৮ হাজার ৯৯০ টাকায়, ৩২ ইঞ্চি এলইডি ১১ হাজার ৯৯০ টাকায়, স্মার্ট এলইডি ১৫ হাজার ৯৯০ টাকায়, স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি ১৮ হাজার ৯৯০ টাকায়, ৩৯ ইঞ্চি এলইডি ১৫ হাজার ৯৯০ টাকায়, স্মার্ট এলইডি ২৩ হাজার ৯৯০ টাকায় এবং ৪৩ ইঞ্চি এলইডি ১৯ হাজার ৯৯০ টাকায় ও ২৭ হাজার ৯৯০ টাকায় স্মার্ট এলইডি টিভি কেনার সুযোগ রয়েছে।

    ওয়ালটন টিভি বিভাগের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন জানান, চলতি বছর ওয়ালটনের টার্গেট- মিশন ওয়ান মিলিয়ন। অর্থাৎ ১০ লাখ টিভি বিক্রি করা। সে লক্ষ্যে বাজারে নতুন মডেলের টিভি ছাড়া হচ্ছে। পাশাপাশি টিভি এক্সচেঞ্জ মেলা, ক্যাশব্যাকসহ নানান সুবিধা দিচ্ছে ওয়ালটন। এদিকে, টিভি গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রকৌশলীরা টিভির মানোন্নয়নের পাশাপাশি যুক্ত করছেন লেটেস্ট প্রযুক্তি ও ফিচার। এরইমধ্যে ওয়ালটন টিভিতে যুক্ত হয়েছে দ্রুত গতিসম্পন্ন উইজার-ফ্রেন্ডলি নিজস্ব উদ্ভাভিত ‘ROS’ বা রেজভী অপারেটিং সিস্টেম’। স্থানীয় গ্রাহকদের জন্য ওয়ালটনই প্রথম বাংলা ভয়েস সার্চ অপশন যুক্ত স্মার্ট টিভি বাজারে ছেড়েছে।

    জানা গেছে, গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায় টিভির এলজিপি, এলডিপি, সফটওয়্যার, হার্ডওয়্যার তৈরি করছে ওয়ালটন। টিভি উৎপাদন কারখানাকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে ওয়ালটন টিভি অর্জন করেছে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস), স্ট্যান্ডার্ডস অরগানাইজেশন অব নাইজেরিয়া প্রোডাক্ট কনফরমিটি অ‌্যাসেসমেন্ট প্রোগ্রামের টেস্টিং সার্টিফিকেটসহ ইউরোপের বিভিন্ন মান সনদ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কনজ্যুমার ইলেকট্রনিক্স সার্টিফিকেশন (সিইএস), রেস্ট্রিকশন অব হ্যাজার্ডোজ সাবসটেন্সেস (আরওএইচএস), রেজিস্ট্রেশন, ইভাল্যুয়েশন, অথোরাইজেশন অ্যান্ড রেস্ট্রিকশন অব কেমিক্যালস (আরইএসিএইচ)। তাই, এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার পাশাপাশি জার্মানি তথা ইউরোপে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি।

    উল্লেখ্য, টিভিতে ৬ মাসের রিপ্লেসমেন্টের পাশাপাশি প্যানেলে ৪ বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও ৫ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে ওয়ালটন। আছে ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধা। দ্রুত বিক্রয়োত্তর সেবা দিতে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টমের আওতায় সারা দেশে রয়েছে ৭৩টি সার্ভিস সেন্টার। যেখানে কাজ করছেন আড়াই হাজারেরও বেশি সার্ভিস এক্সপার্টস।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় অর্থনীতি-ব্যবসা এক্সচেঞ্জ ওয়ালটনের চলছে টিভি মেলা,
    Related Posts
    নওগাঁর সাপাহারের আম

    কাতারের মেলায় নওগাঁর সাপাহারের আম, পাঁচ দিনেই বিক্রি সব আম

    July 1, 2025
    প্রধান উপদেষ্টা

    আগামী বছরের শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে : রুবিওকে প্রধান উপদেষ্টা

    July 1, 2025
    storm-warning

    সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্ক সংকেত জারি

    June 30, 2025
    সর্বশেষ খবর
    কম খরচে ঘর সাজানোর টিপস

    কম খরচে ঘর সাজানোর টিপস: সৃজনশীল আইডিয়াস

    মুক্তিযোদ্ধা সনদ তলব

    সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীসহ ৭ মন্ত্রী ও ২২ ভিআইপির মুক্তিযোদ্ধা সনদ তলব

    Samsung

    Samsung Galaxy S24 Ultra: দাম ও স্পেসিফিকেশন বিশ্লেষণ

    রাত জেগে পড়াশোনার কৌশল অবলম্বন করুন

    রাত জেগে পড়াশোনার কৌশল অবলম্বন করুন

    নিষেধাজ্ঞা

    আনুষ্ঠানিকভাবে সিরিয়া থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

    মোবাইল গেম আসক্তি কমানোর উপায়

    মোবাইল গেম আসক্তি কমানোর উপায়ে কার্যকর টিপস

    রুমিন

    নিষিদ্ধ করে সরকার আওয়ামী লীগের বিরাট উপকার করেছে: রুমিন ফারহানা

    সেহরি ও ইফতারে স্বাস্থ্যকর খাদ্য

    সেহরি ও ইফতারে স্বাস্থ্যকর খাদ্য: সুস্থ থাকা

    নওগাঁর সাপাহারের আম

    কাতারের মেলায় নওগাঁর সাপাহারের আম, পাঁচ দিনেই বিক্রি সব আম

    জীবন ও শিক্ষা

    হজরত আলী (রা.) এর জ্ঞানগর্ভ উক্তি: জীবন ও শিক্ষা

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.