চলছে পাঠান ঝড়, আমির খানকে পেছনে ফেললেন শাহরুখ
বিনোদন ডেস্ক : মুক্তির পর থেকে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে শাহরুখ খানের পাঠান। শনিবার (৪ ফেব্রুয়ারি) সিনেমাটি মুক্তির ১১তম দিনে ভারতের বক্স অফিসে ৪০০ কোটি রুপির গণ্ডি পেরিয়েছে ‘পাঠান’। আর এর মধ্য দিয়ে ভাঙল আমির খানের ‘দঙ্গল’- এর রেকর্ড।
এ নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে,, শনিবার ভারতের বাজারে ‘পাঠান’-এর সংগ্রহ ২২ কোটি ৫ লাখ রুপি। হিন্দি ভাষায় এ পর্যন্ত আয় করেছে ৩৮৭ কোটি রুপি। আর তামিল ও তেলেগু ভাষা মিলিয়ে এর আয় দাঁড়িয়েছে ৪০১ কোটি ৪ লাখ রুপি।
আর এর মধ্য দিয়ে ভারতের বাজারে ‘দঙ্গল’ সিনেমার লাইফটাইম সংগ্রহকে ছাড়াল ‘পাঠান’। দেশের মধ্যে ‘দঙ্গল’-এর লাইফটাইম সংগ্রহ ৩৮৭ কোটি ৩৮ লাখ রুপি। এই আয়কে ছাপিয়ে রেকর্ড গড়ল ‘পাঠান’।
সংবাদমাধ্যমটি বলছে, ‘পাঠান’ বলিউডের সবচেয়ে বড় ব্লকবাস্টার সিনেমা হিসেবে হিসেবে আবির্ভূত হয়েছে। এখন ‘কেজিএফ টু’ (৪৩৪ কোটি ৭০ লাখ রুপি) ও ‘বাহুবলী টু’ (৫১০ কোটি ৯৯ লাখ রুপি) এর সংগ্রহকে টেক্কা দেয়ার অপেক্ষায় ‘পাঠান’।
#Pathaan shows FANTASTIC GROWTH on [second] Sat… Will be FIRST *outright #Hindi film* to cross ₹ 400 cr mark [Nett BOC]… #Dangal crossed, next target #KGF2 #Hindi… [Week 2] Fri 13.50 cr, Sat 22.50 cr. Total: ₹ 387 cr. #Hindi. #India biz. pic.twitter.com/7dtt5Zgb0g
— taran adarsh (@taran_adarsh) February 5, 2023
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ লিখেছেন, পাঠান ভালোই এগিয়ে চলেছে। মুক্তির পর দ্বিতীয় শনিবার সিনেমাটি ৪০০ কোটির গণ্ডি পার করল। হারিয়ে দিল দঙ্গলকে। পাঠানের পরবর্তী লক্ষ্য ‘কেজিএফ টু’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।