স্পোটৃস ডেস্ক: ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর তার এই মাইলফলক ছোঁয়ার দিনকে রাঙাতে চান অধিনায়ক তামিম ইকবাল।
যে কারণে পেসাররা উইকেট নিতে ব্যর্থ হলে স্পিন আক্রমণে মাহমুদউল্লাহর হাতে বল তুলে দেন।
প্রথম ওভারে সাফল্য না পেলেও নিজের দ্বিতীয় ও ইনিংসের ১৮তম ওভারে ঠিকই সফল হলেন মাহমুদউল্লাহ। ৩৮ বলে ২৮ রান করে বিপজ্জনক হয়ে ওঠা জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলরকে সাজঘরে ফেরালেন তিনি।
অফ স্টাম্পে থাকা একটি সাধারণ ডেলিভারিতে লফটেড ড্রাইভ খেলতে গিয়ে তিনি সহজ ক্যাচ তুলে দেন। মিড অফে বল তালুবন্দী করেন তামিম ইকবাল।
৩৯ বলে ২৮ রানে ফিরলেন টেইলর। রেজিস চাকাভার সঙ্গে তার দ্বিতীয় উইকেট জুটি থামল ৪২ রানে।
এর আগের সাফল্যটি সাকিব আল হাসানের। নিজের প্রথম ওভারেই উদ্বোধনী জুটি ভাঙলেন সাকিব।
সাকিবের প্রথম ওভারের চতুর্থ বলে মিডল স্টাম্পে থাকা লেংথ বল সুপ করার চেষ্টা করেন বাঁহাতি তাদিওয়ানাশে মারুমানি। ব্যাটে-বলে হয়নি। বল লাগে প্যাডে। আবেদনে সাড়া দিতে খুব একটা সময় নেননি আম্পায়ার।
১৯ বলে ৮ রান করে ফিরলেন মারুমানি। ৩৬ রানে থামল উদ্বোধনী জুটি।
এ প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৬৪ রান। ৩২.৩ তম ওভারের খেলা চলছে।
দারুণ ব্যাট করছেন ওপেনার রেগিস চাকাভা। ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয়তম ফিফটি করলেন। ৬২ বলে ৪ বাউন্ডারিতে ফিফটি পূরণ করেছেন তিনি। অন্যপ্রান্তে ২১ বলে ২০ রান করে অপরাজিত ডিয়ন মায়ার্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।