জুমবাংলা ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগের কাউন্সিলে বিভিন্ন পদে রদবদল হলেও সাধারণ সম্পাদক পদেই বহাল থাকতে পারেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে দলের বিভিন্ন পদে রদবদল হওয়ার আলোচনা থাকলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে বহাল থাকতে পারেন ওবায়দুল কাদেরই। গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন দলটির শীর্ষ কয়েকজন নেতা। তবে, সব সিদ্ধান্তই নির্ভর করছে দলীয় সভাপতি শেখ হাসিনার ওপরই।
দলের ২০তম জাতীয় সম্মেলনের মধ্যে দিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান সভাপতিমণ্ডলীর সদস্য পদে থাকা ওবায়দুল কাদের। কিন্তু, চলতি বছরের মার্চে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। গুঞ্জন ওঠে, সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের স্থানে আসতে পারেন নতুন কেউ।
তবে, সুস্থ হয়ে আবারো দলীয় কাজে তৎপর হন ওবায়দুল কাদের। সম্প্রতি এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের জানান, তিনি সাধারণ সম্পাদক পদে প্রার্থী নন। তবে, প্রধানমন্ত্রী চাইলে আবারো দায়িত্ব পালন করতে চান এমন অভিপ্রায়ও ব্যক্ত করেন।
আওয়ামী লীগ নেতারা বলছেন, সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় মেয়াদে ওবায়দুল কাদেরই আসতে পারেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, ‘ওবায়দুল কাদের যখন অসুস্থ ছিলেন সে সময় একটা কথা উঠেছিল নেতৃত্বে পরিবর্তনের। কিন্তু, পরবর্তী সময়ে চিকিৎসকরা জানান তার শারীরিক অবস্থা বেশ ভালো। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।’
সভাপতি মণ্ডলীর আরেক সদস্য কর্নেল (অব:) ফারুক খান বলেন, ‘আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যোগ্যতার সঙ্গে তার দায়িত্ব পালন করছেন। আর সাধারণ সম্পাদক পদে পরিবর্তনের সিদ্ধান্ত দলের সভাপতি এবং দলীয় কাউন্সিলরদের ওপরই নির্ভর করবে।’
তবে সম্পাদকমণ্ডলী ও সভাপতিমণ্ডলীতে থাকা নিস্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের ব্যাপারেও কঠোর সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য পদে নতুন মুখ আসতে পারে বলেও জানান ফারুক খান।
এদিকে, কমিটির আকারবৃদ্ধিসহ বেশকিছূ পরিবর্তনের প্রস্তাব রাখা হবে এবারের কাউন্সিলে এমনটাই জানান নেতারা।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.