Advertisement
জুমবাংলা ডেস্ক : সহকারি শিক্ষক পদে পুরো চাকরি জীবন পার করতে হয় বেশিরভাগ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের। শিক্ষকরা বলছেন, পদোন্নতির সুযোগ না থাকায় তাদের হতাশার মধ্যেই থাকতে হয়।
এ অবস্থায় শিক্ষামন্ত্রণালয় বলছে, সিনিয়র সহকারি শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে। চলতি মাসে পদোন্নতি দেয়া হবে শিক্ষকদের।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক আবুদল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, চলতি মাসে কমপক্ষে ৫ হাজার শিক্ষককে সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে।
এ বিষয়ে পদোন্নতির বিষয়ে বাংলাবাজার সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক এলিজা বেগম বলেন, শিক্ষকতার জীবনে একটি নির্দিষ্ট টাইমে এত পরিশ্রমের পর ক্লান্তিও আসে আর যদি কোন পদোন্নতি না থাকে তবে আগ্রহও থাকেনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।