Advertisement
  
  
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহেই নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দেশের ভোটার সংখ্যা সাম্প্রতিক দুই মাসে বেড়ে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জনে দাঁড়িয়েছে। এই সময়ে ভোটার ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন বৃদ্ধি পেয়েছে।
চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৮ নভেম্বর প্রকাশ করা হবে এবং এই তালিকাকেই আগামীর জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করা হবে।
প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, ১৬ নভেম্বর থেকে একটি অ্যাপ চালু হবে। এর মাধ্যমে প্রবাসীরা ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। ইতোমধ্যেই বিশ্বের ১১টি দূতাবাসে ২১টি স্টেশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম চলমান আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



