আন্তর্জাতিক ডেস্ক : রাখে আল্লাহ মারে কে- বহুল প্রচলিত এই কথাটি আবারও প্রমাণিত হল। ভারতের হরিয়ানায় রেললাইন পার হতে গিয়ে মৃত্যুর মুখে পড়েও বেঁচে গেলেন এক মধ্যবয়সি নারী।
ওই নারীকে ট্রেনের নীচে পড়তে দেখে চারদিকে যখন আতঙ্ক আর হইচই, তখনই দেখা গেল কিছুই হয়নি তার। ট্রেন চলে গেলে তিনিও উঠে পড়েন। এভাবে তাকে বেঁচে ফিরতে দেখে স্বস্তি ফিরেছে প্রত্যক্ষদর্শীদের মাঝে। ওই সময়ের একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মালবাহী ট্রেনটি চলে যাচ্ছে ওই নারীর শরীরের উপর দিয়ে। তিনি উপুড় হয়ে চুপ করে শুয়ে রয়েছেন। আশপাশের উদ্বিগ্ন মানুষেরা উঁকি দিয়ে দেখছেন ট্রেনের নীচে। ট্রেন চলে গেলে এক ব্যক্তির হাত ধরে উঠে পড়েন ওই নারী। দেখা যায়, পুরোপুরি অক্ষতই রয়েছেন তিনি। গায়ের ওড়না ঠিক করে নিয়ে নিজের গন্তব্যে চলে যেতে দেখা যায় তাকে।