জুমবাংলা ডেস্ক : গাজীপুরের চাপুলিয়া এলাকায় চলন্ত ট্রেনে হঠাৎ বিকট শব্দে ধোঁয়া সৃষ্টি হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৬ জানুয়ারি) রাতে বিমানবন্দর স্টেশন থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা ভাওয়াল এক্সপ্রেসে ১০টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।
এতে আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে আসেন। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।