চলাচল নিয়ন্ত্রণ ছাড়াও ‘প্রয়োজনে’ জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করবে সেনাবাহিনী

জুমবাংলা ডেস্ক: দেশের সকল বিভাগীয়ও জেলা শহরসহ সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে আজ (১ জুলাই) সেনাবাহিনী মোতায়েন করা হয়।

গত ৩০ জুন জারীকৃত সরকারী প্রজ্ঞাপন মোতাবেক ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত গৃহীত হয়।

অপারেশন ‘কোভিডশিল্ড-ফেজ২’ এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী গত বছরের ন্যায় এ বছরও সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সতর্কতামূলক টহল পরিচালনা করছে।

সাম্প্রতিক সময়ে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ এর বিস্তার রোধ কল্পে বাংলাদেশ সরকার আজ থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত দেশব্যাপী সার্বিক কার্যাবলি/চলাচলেবিধি-নিষেধ আরোপ করেছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার দেশের সকল বিভাগীয় ও জেলাশহরগুলোতে পুলিশ এবং বিজিবি এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মোতায়েনরত অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী টহল পরিচালনা এবং চেকপোস্ট স্থাপনের মাধ্যমে চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি প্রয়োজনে ফিল্ডহাসপাতাল স্থাপনের মাধ্যমে জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করবে। -আইএসপিআর