
জুমবাংলা ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পৌর এলাকার উত্তর কেরোয়া হাজী বাড়িতে মঙ্গলবার এ ঘটনা ঘটে। খবর ইউএনবি’র।
মৃতরা হলো ওই বাড়ির খোকন পাটওয়ারীর মেয়ে খুকু মনি (৫) ও কড়ৈইতলী গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. আশ্রাফ (৪)। আশ্রাফ খালার বাড়ি বেড়াতে এসেছিল।
Advertisement
ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান জানান, খুকু ও আশ্রাফ বাড়ির সামনে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাদের পুকুরে ভাসমান দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় মজিদিয়া ট্রাস্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


