জামালপুরের মাদারগঞ্জে চাঁদা না পেয়ে ছাত্রদলের সাবেক নেতাসহ তিনজনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে ইয়াকুব আলী নামে এক যুবক ও তার সহযোগীদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে শুক্রবার (১০ অক্টোবর) বিকালে মাদারগঞ্জ পৌরশহরের ব্র্যাক অফিস মোড়ে। হামলায় গুরুতর আহত তিনজনের মধ্যে দুজন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা হলেন, মাদারগঞ্জ পৌরশহরের বালিজুড়ী মাঠপাড়া এলাকার মৃত নুর ইসলামের ছেলে ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক, পৌর শহরের জোনাইল পূজাঘাটি এলাকার শহিদুল্লাহর ছেলে ও পৌর ছাত্রদলের কর্মী মো. বিপ্লব, এবং একই এলাকার মো. হাবিব ম-ল।
এ ঘটনায় শুক্রবার রাতেই মো. ফারুক বাদী হয়ে ইয়াকুব আলীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০–১২ জনকে আসামি করে মাদারগঞ্জ থানায় মামলা করেছেন।
মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, “গত ১৪ জুলাই চাঁদা দাবির অভিযোগে ইয়াকুব আলীকে ছুরি-কেঁচিসহ গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে বেরিয়ে এসে সে আবারও এলাকায় চাঁদাবাজি শুরু করে। গত শুক্রবার বিকেলে চাঁদা না পেয়ে সে তিন যুবককে ছুরিকাঘাত করে।”
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।