বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চাঁদের কক্ষেই ঘুরছে চাঁদের দোসর। চাঁদের মতো সুন্দর নয় তার চেহারা। আয়তনেও সে খুবই ছোট। তবে তিন বছর ধরে তার উপস্থিতি স্পষ্ট। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মহাকাশ গবেষণা সংস্থা মাইনর প্ল্যানেট সেন্টার এমনই চমকপ্রদ তথ্য জানায়।
সংস্থাটি জানায়, গত তিন বছর ধরে চাঁদের চারপাশে ঘুরতে দেখা যাচ্ছে একটি গ্রহাণুকে। তবে চেহারায় গ্রহাণুপুঞ্জটি খুবই শীর্ণ। আয়ুষ্কালও সীমিত।
মার্কিন জ্যোতির্বিজ্ঞানী থিওডোর প্রুইন অ্যারিজোনার মাউন্ট লেমন অঞ্চল থেকে প্রথম এ গ্রহাণুপুঞ্জটিকে আবিস্কার করেন চলতি মাসের ১৫ তারিখ। বারংবার পর্যবেক্ষণের পর গ্রহাণুপুঞ্জটির দৈর্ঘ্য-প্রস্থ সম্পর্কেও একটি ধারণা তৈরি হয়।
সংস্থার মতে, গ্রহাণুপুঞ্জটির ব্যস ১৬মিটার। অবশেষে ২৫ ফেব্রুয়ারি এই গ্রহাণুপুঞ্জটি সম্পর্কে ঘোষণা করে মাইনর প্ল্যানেট সেন্টার। গ্রহাণুটির নাম দেওয়া হয় ২০২০সিডি৩।
কাছাকাছি অবস্থান করা এক গ্রহাণুপুঞ্জ থেকেই এই গ্রহাণুটি চাঁদের কক্ষে এসেছে মত জ্যোতির্বিজ্ঞানীদের। স্বাভাবিক ভাবেই অনুসন্ধিৎসুদের প্রশ্ন, কোনও সংঘর্ষের সম্ভাবনা নেই তো?
বিজ্ঞানীরা জানাচ্ছেন, আমাদের চাঁদের থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করছে এই গ্রহাণু এবং তার আকৃতি এতই ছোট, যে কোনও বিপদের সম্ভাবনা নেই।
মহাশূন্যে বিলীন হওয়ার আগে অন্তত একবার পৃথিবীকে প্রদক্ষিণ করবে এই নতুন চাঁদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।