পৃথিবী থেকে শুধু চাঁদের একদিক দেখা যায়। ফলে চাঁদের অন্যদিকে কী আছে, তা জানার সুযোগ কম। চাঁদের যে দিকটি আমরা পৃথিবী থেকে দেখার সুযোগ পাই না, সেই দিক থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে চীনের ল্যান্ডার যান। সেই নমুনা পর্যালোচনা করে চাঁদের বুকে আগ্নেয়গিরির নির্গত লাভা থেকে গঠিত শিলা বা আগ্নেয়শিলার সন্ধান পাওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও চীনের একদল গবেষক।
চীনের একাডমি অব সায়েন্সেসের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও চীনের গবেষকেরা যৌথভাবে চাঁদের অন্যদিকের তথ্য জানতে গবেষণা করছেন। চাঁদ থেকে সংগ্রহ করা নমুনা রেডিওমেট্রিক ডেটিং পদ্ধতির মাধ্যমে বিশ্লেষণ করে তাঁরা জানিয়েছেন, ৪২০ কোটি বছরের আগে হওয়া এক অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরির শিলাটি তৈরি হয়েছে। এর পাশাপাশি প্রায় ২৮৩ কোটি বছর আগে আরও একটি অগ্ন্যুৎপাতের প্রমাণও পেয়েছেন তাঁরা। ‘নেচার অ্যান্ড সায়েন্স’ সাময়িকীতে এ গবেষণার তথ্য প্রকাশ করা হয়েছে।
চাঁদের অন্যদিকে আগ্নেয়গিরির শিলা খুঁজে পাওয়ার বিষয়ে চীনের ইনস্টিটিউট অব জিওলজি ও জিওফিজিকসের অধ্যাপক কিউলি লি বলেন, ‘অবিশ্বাস্যভাবে এটি একটি উত্তেজনাপূর্ণ গবেষণা। এটি চাঁদ ও গ্রহ বিজ্ঞানের জন্য বেশ গুরুত্বপূর্ণ।’
প্রসঙ্গত, পৃথিবী থেকে চাঁদের যে দিকটি আমরা দেখতে পাই, সেখানকার অনেক তথ্য আছে বিজ্ঞানীদের কাছে। কিন্তু অন্যদিকের তথ্য নেই বললেই চলে। আর তাই অন্যদিকের তথ্য জানতে গত মে মাসে ‘চেংয়ি ৬’ মিশনের মাধ্যমে চাঁদে ল্যান্ডার যান পাঠিয়েছিল চীন। প্রায় দুই মাস চাঁদের বিভিন্ন নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে এসেছে ল্যান্ডার যানটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।