পৃথিবী থেকে আমরা প্রতি রাতে আকাশে চাঁদ দেখি। শুধু অমাবস্যার সময় আকাশে চাঁদ দেখা যায় না। ওই রাতে সূর্য ও চাঁদ পৃথিবীর অপর দিকে থাকে। পূর্ণিমার রাতে আকাশভরা জ্যোৎস্না আমাদের মন ভরে দেয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, চাঁদ থেকে পৃথিবী কেমন দেখায়?
এটা ব্যাখ্যা করতে হলে প্রথমে বলব, চাঁদের আকাশে পৃথিবী কিন্তু সম্পূর্ণ অন্য রকম দেখায়। কারণ, পৃথিবী প্রদক্ষিণের সময় চাঁদ নিজ অক্ষরেখার চারপাশে এমনভাবে ঘোরে যে আমরা পৃথিবী থেকে সব সময় চাঁদের শুধু এক পিঠই দেখি। চাঁদের অপর পিঠ বা দূরবর্তী পিঠ আমরা পৃথিবী থেকে কখনো দেখি না।
চাঁদের কোন এলাকা থেকে পৃথিবী দেখছি, তার ওপর নির্ভর করবে চাঁদ থেকে পৃথিবী কেমন দেখায়। যেমন আমরা যদি চাঁদের বিপরীত পিঠ; অর্থাৎ পৃথিবী থেকে চাঁদের যে দিকটি (চাঁদের দূরবর্তী দিক) আমরা কখনো দেখি না, সেখান থেকে আকাশের দিকে তাকাই, তাহলে পৃথিবী আমরা দেখতে পাব না।
মনে হবে চাঁদের আকাশে অমাবস্যা চলছে। আর যদি চাঁদের যে দিকটি সব সময় পৃথিবীর মুখোমুখি থাকে সেই পিঠ থেকে দেখি, তাহলে একেক স্থান থেকে পৃথিবীর একেক অংশ নির্ধারিত কোণে দেখতে পাব। পৃথিবীর আকাশে চাঁদের যে মহিমা, চাঁদের আকাশে কিন্তু পৃথিবী সে রকম কোনো মোহনীয় রূপে আবির্ভূত হয় না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।