চাকরির নিয়োগপ্রক্রিয়াকে কলঙ্কিত করেছে খালেদা জিয়ার সরকার: জয়

সজীব ওয়াজেদ জয়

জুমবাংলা ডেস্ক : ‌‌প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, সরকারি চাকরিতে নিয়োগপ্রক্রিয়াকে কলঙ্কিত করেছে খালেদা জিয়ার সরকার।
সজীব ওয়াজেদ জয়
শুক্রবার (৭ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

https://www.facebook.com/watch/?v=1174177493196598

একটি ভিডিও শেয়ার করে পোস্টে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ২০০৭ সালের ২২ জানুয়ারির সাজানো নির্বাচনকে কেন্দ্র করে জরুরিভাবে উপজেলা নির্বাচন কর্মকর্তা নিয়োগের নামে ৩০০ দলীয় ক্যাডারকে চাকরি দেয় বিএনপি-জামায়াত সরকার।

তিনি লেখেন, বাংলাদেশের ইতিহাসে পাবলিক সার্ভিস কমিশনকে (পিএসসি) ব্যবহার করে এতো দ্রুত কোনো নিয়োগ ইতিহাসে কখনো হয়নি। কোনো পরীক্ষা ছাড়া সরাসরি তালিকার মাধ্যমে এই নিয়োগ দিয়ে পিএসসি এবং সরকারি চাকরিতে নিয়োগপ্রক্রিয়াকে কলঙ্কিত করে খালেদা জিয়ার সরকার।

দেশে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে: শামীম ওসমান