জুমবাংলা ডেস্ক: চাকরি চলে যাওয়ায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা চেষ্টাকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ তে এক যুবকের ফোনকল পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ঢাকার সবুজবাগ থানা পুলিশের সদস্যরা।
গত রবিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টায় বাংলাদেশ পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ একজন কলার (২৮) ফোন করে জানান তিনি মানসিকভাবে বিপর্যস্ত। আত্মহত্যা করার জন্য অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছেন।
তিনি আরো জানান, তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (বিবিএ) ছাত্র এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সম্প্রতি তার চাকরি চলে যাওয়ায় আর্থিক সংকটে পড়েন তিনি। এর আগে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে লোকসানের মুখে পড়েন।