স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুত গতির পেসার শোয়েব আখতার। তবে ক্যারিয়ারের শুরুতে তাকে বোলিংয়ে গতি বাড়াতে ড্রাগ নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। এমনটাই জানালেন পাকিস্তানের সাবেক এই পেসার।
সোমবার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার বলেছেন, আমার যখন ক্রিকেটে অভিষেক হয় তখন আমাকে বলা হয়েছিল দ্রুত বোলিং করতে পারবেন না। প্রতি ঘণ্টায় ১০০ কি.মি গতিতে বোলিং করতে হলে ওষুধ ব্যবহার করতে হবে। তবে আমি সবসময় তা করতে অস্বীকার করেছি।
তিনি আরও বলেছেন, আমার মতো পাকিস্তান পেসার মোহাম্মদ আমিরকেও ইংল্যান্ড সফরের আগে গতির ব্যাপারে সতর্ক করা হয়েছিল। তাকেও গতি বাড়াতে ওষুধ সেবনে আগ্রহী করা হয়।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool