জুমবাংলা ডেস্ক : প্রতিদিনের মতো সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে সকাল ৬টায় ছেড়ে যাবার কথা থাকলেও ট্রেনটির চাবি হারানোয় সঠিক সময়ে ছাড়া সম্ভব হয়নি। এতে বিপদে পড়েন যাত্রীরা।
পরে বিকল্প ব্যবস্থায় অন্য একটি ইঞ্জিনের সাহায্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জামতৈলে নেওয়া হয়। সেখান থেকে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে চাবি নিয়ে সিরাজগঞ্জ এক্সপ্রেসে লাগানো হয়। অবশেষে নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর, রোববার সকাল ৯টা ৪৫মিনিটে কড্ডা সদানন্দপুর শহীদ মনসুর আলী রেলস্টেশন ক্রস করে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে সিরাজগঞ্জ এক্সপ্রেস।