কনজারভেটিভ অ্যাকটিভিস্ট চার্লি কার্ককে গুলি করার হত্যার সন্দেহভাজন হত্যাকারীকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন। পরবর্তীতে উটাহর গভর্নর জানান আটক ব্যক্তির নাম টাইলার রবিনসন। ট্রাম্প বলেছেন, সন্দেহভাজন হত্যাকারী নিজে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে ধরা দিয়েছেন। বার্তাসংস্থা এপি জানিয়েছে, আটক ব্যক্তি ২২ বছর বয়সী এক যুবক। তিনি উটাহর বাসিন্দা।
ট্রাম্প জানিয়েছেন, অপর এক ব্যক্তি সন্দেহভাজন হত্যাকারীকে পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে এসেছেন। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন। এই ব্যক্তিই চার্লি কার্ককে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
গত বুধবার উটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তৃতার সময় ৩১ বছর বয়সী চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়। দিনের আলোয় সবার সামনেই এই হত্যাকাণ্ড ঘট। যা ভিডিওতে ধরা পড়ে।
ঘটনার ভিডিওতে দেখা যায়, বন্দুক সহিংসতা নিয়ে কথা বলার সময় হঠাৎ একটি গুলির শব্দ শোনা যায়। কার্ক তখন তার ঘাড় চেপে ধরেন, যেখান থেকে রক্ত ঝরছিল। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন আর আতঙ্কে উপস্থিত মানুষ এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।