স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরে ইন্ডিপেন্ডেন্স কাপে মাঠে নামেন সাকিব। দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত হয় দলটির। কিন্তু কিছুটা অস্বস্তি বোধ করায় সিলেট থেকে ঢাকায় ফেরেন সাকিব।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসেন সাকিব।
সাকিব যে গাড়িটিতে স্টেডিয়ামে এসেছেন সেটি বিএমডব্লিউ এক্স সেভেন সিরিজের সাদা রঙের একটি জিপ। গাড়িটি সাকিব মাসখানেক আগে কিনলেও সেটিতে এখনো কোনো নাম্বার প্লেট লাগানো হয়নি। সাদা রঙের এই জিপের বর্তমান বাজার মূল্য ৩ কোটি ৭২ লাখ টাকা।
চলমান বিসিএলের ওয়ানডে ফরম্যাটে সেন্ট্রাল জোনের হয়ে দুই ম্যাচ খেলেন সাকিব। বোলিংয়ে-ব্যাটিংয়ে ঝলক দেখিয়েছেন তিনি। তবে তৃতীয় ম্যাচের আগেই ঢাকায় ফেরেন তিনি।
বিসিএলের দায়িত্বে থাকা বিসিবি ডাক্তার মনজুর হোসেন চৌধুরী জানিয়েছেন, সাকিবের ইনজুরির কোনো সমস্যা নেই। সে দ্বিতীয় ম্যাচে অস্বস্তিতে ভুগছিলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।