বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইনস্টাগ্রাম ভারতে তার নতুন ফিচার ‘Reels’ পরীক্ষামূলকভাবে চালু করেছে। টিকটক এর মতো ইনস্টাগ্রামের নতুন এই ফিচারটি বুধবার (৮ জুলাই) থেকে ভারতে শুরু হয়। এই ফিচারটি সম্পর্কে, ভারতের কিছু ব্যবহারকারীরা ইতোমধ্যেই জানিয়েছেন, যে তারা ইনস্টাগ্রাম অ্যাপটিতে এই ফিচারটি পেয়েছেন।
এই নতুন ফিচারটি এমন এক সময়ে এসেছে যখন এই বিভাগের জনপ্রিয় অ্যাপ টিকটক ভারত সরকারের নির্দেশে নিষিদ্ধ করা হয়েছে। ভারত সরকার গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ৫৯টি চীনা অ্যাপস নিষিদ্ধ করা হয়েছে, টিকটক তার মধ্যে একটি।
ইনস্টাগ্রাম এর এই ফিটারের গত বছর ব্রাজিলে তার পরীক্ষামূলক ভাবে শুরু করা করেছিল। সম্প্রতি এটি ফ্রান্স এবং জার্মানিতেও চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসবুক ইন্ডিয়ার ভিপি এবং এমডি অজিত মোহন জানিয়েছেন, ইনস্টাগ্রাম এর এই ফিচারটি কিছু সময়ের মধ্যেই ভারতেও পরীক্ষামূলক ভাবে শুরু হয়ে যাবে। টিকটক নিষিদ্ধ হওয়ার পর ইনস্টাগ্রামের এই ফিচার ক্রিয়েটরদের কাছে এক বিশেষ প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রামটি ইতোমধ্যে নির্মাতাদের সঙ্গে শুরুর সময় থেকেই অ্যামি ভির্ক, রাধিকা বানগিয়া, জাহ্নবি দেশেট্টি ওরফে মহাথাল্লি, ইন্দ্রাণী বিশ্বাস ওরফে ওয়ান্ডার মুন্না মতো প্রভাবশালী ক্রিয়েটরদের পেজগুলি দেখতে পাবেন।
ইনস্টাগ্রামের Reels অনেকটা টিকটকের মতো। শুধু পার্থক্যটি হল এটি কোনও স্বতন্ত্র অ্যাপ নয়, এটি ইনস্টাগ্রাম অ্যাপের একটি ফিচার। যা ইনস্টাগ্রামের স্টোরিজের বিভাগেও উপস্থিত হবে। টিকটক এর মতো Reels এও অডিও বা সাউন্ড ট্র্যাকের মাধ্যমে ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।