জুমবাংলা ডেস্ক: সরকার শুল্ককর ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করায় দিনাজপুরের হিলি বন্দর বাজারে চালের দাম কেজিতে ২ টাকা কমেছে।
আমদানিকৃত চাল এখনো বাজারে আসেনি, আমদানির খবর শুনেই কম দামে চাল বিক্রি করছেন ব্যবসায়ীরা।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিলির চালের বাজার ঘুরে দেখা যায়, দুইদিনের ব্যবধানে প্রতি প্রকার চালের দাম কেজিপ্রতি ২ টাকা কমে গেছে। ৫২ টাকার স্বর্ণা-৫ চাল ২ টাকা কমিয়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। ৬৬ টাকার মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬৪ টাকা কেজিতে। ৭০ টাকার সম্পাকাটারি চাল বিক্রি হচ্ছে ৬৮ টাকা কেজিতে এবং ৫৭ টাকার ২৯ জাতের চাল বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে। কিছুটা দাম কমায় খুশি ক্রেতা-বিক্রেতারা।
হিলি বাজারে চাল কিনতে আসা লুৎফর রহমান বলেন, চাল কিনলাম সম্পাকাটারি, কেজি নিয়েছে ৬৮ টাকা, এর আগে দাম ছিল ৭০ টাকা। মাত্র দুই টাকা কমেছে। আর একটু দাম কমলে ভাল হতো।
হিলি বাজারের চাল ব্যবসায়ী স্বপন শাহ বলেন, আমরা এখনো ভারত থেকে আমদানিকৃত চাল কিনি নাই। ভারতের চাল বাজারে আসার কথা শুনেই আগের চালগুলোই আমরা কেজিপ্রতি দুই টাকা কমে বিক্রি শুরু করেছি। ভারতীয় চাল বাজারে আসলে দাম আরও কমে যাবে।
চাকরির পেছনে না ছুটে ড্রাগন চাষে সফল নীলফামারীর কাজল, বাৎসরিক আয় ১০ লাখ টাকা!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।