জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবকে চাল আত্মসাতের ঘটনায় ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬জুন) সন্ধ্যায় এই জরিমানা করা হয়।
জানা গেছে, সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানের জন্য বরাদ্দকৃত চাল দেওয়া হয় আলফাডাঙ্গার বিভিন্ন ইউনিয়নে। এরমধ্যে বানা ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ হয় এক টন চাল।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে ছয় বস্তা চাল আত্মসাৎ করে ভ্যানে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির বাবু ও সচিব মোস্তাফিজুর রহমান।
গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের সামনে থেকে ৬ বস্তায় থাকা ১৮০ কেজি চাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুর রহমান। এ সময় ভ্যানচালক এরশাদ মোল্যাকে আটক করা হয়। ভ্যান চালকের স্বীকারোক্তি মোতাবেক ইউপি চেয়ারম্যান ও সচিবকে অভিযুক্ত করা হয়।
এ ঘটনায় চেয়ারম্যান ও সচিবকে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের কাছে তারা চাল আত্মসাতের বিষয়টি স্বীকার করেন। দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্যান চালক এরশাদ মোল্যাকে গরীব ও অসহায় হওয়ায় সতর্ক করে ছেড়ে দেয়া হয় বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেদুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।