জুমবাংলা ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক শনিবার বলেছেন, নিয়মবহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। খবর ইউএনবি’র।
তিনি বলেন, ‘জনগণের সেবার জন্য চিকিৎসকদের চাকরি দেয়া হয়েছে। নিয়মবহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত চার মাসে দুই হাজার চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে। তারা বিভিন্ন মেডিকেল কলেজে পড়ানোর পাশাপাশি হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করবেন।
তিনি জানান, ৮ ডিসেম্বর সাড়ে ৪ হাজার নতুন চিকিৎসক জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে যোগ দেবেন। ‘এতে হাসপাতালগুলোতে আর চিকিৎসক সংকট থাকবে না।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে দেশের আটটি বিভাগে ১৫ তলা বিশিষ্ট আটটি নতুন হাসপাতাল নির্মাণ করা হবে। এই হাসপাতালের প্রথম ছয় তলায় ক্যানসার রোগের চিকিৎসা করা হবে।’
কিডনি রোগীরা যাতে নিজ এলাকায় চিকিৎসা নিতে পারেন সেজন্য দেশের প্রতিটি জেলা হাসপাতালে অতি দ্রুত ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট করা হবে বলে জানান মন্ত্রী।
ডেঙ্গু বিষয়ে তিনি বলেন, ‘দেশে এখন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আগামীতে ডেঙ্গু রোগ মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের সব ধরনের প্রস্ততি রয়েছে। তবে এডিস মশা নির্মূলের জন্য সিটি করপোরেশন ও পৌরসভাকে সঠিক সময়ে তাদের দায়িত্ব পালন করতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।