বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগমকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গেছেন।
সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮:১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।
Advertisement
দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসকের পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী রাহাত আরা বেগমকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে এবং সফরকালে মহাসচিব নিজেও তাঁর সঙ্গে থাকবেন।
বিএনপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেই এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


