নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ডের ব্যাংককস্থ বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে ২৭ জুন বাংলাদেশে ফিরে আসবেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
এদিন স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি থাই এয়ারওয়েজের TG-321 বিমানযোগে থাইল্যান্ডের ব্যাংককস্থ সুবর্নভূমি আন্তর্জাতিক বিমানবন্দর হতে রওনা হয়ে বেলা ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
বিষয়টি নিশ্চিত করে বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মোঃ মামুন হাসান জানান, বিরোধীদলীয় নেতার দীর্ঘ চিকিৎসাকালে তাঁর সাথে অবস্থান করছিলেন পুত্র সংসদ সদস্য রাহ্গীর আল মাহি (সাদ) এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ। তারাও একই ফ্লাইটে বিরোধীদলীয় নেতার সাথে দেশে ফিরবেন।
তিনি আরও জানান, জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষে বিরোধীদলীয় নেতা আগামী ০৪ জুলাই রুটিন চেক আপের জন্য ব্যাংককের উদ্দেশ্যে আবার ঢাকা ত্যাগ করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।