বিনোদন ডেস্ক : যেহেতু এফডিসির ফ্লোরে বা চত্বরে কোনো চলচ্চিত্রের শুটিং তেমন একটা নেই, তাহলে চিত্রকর্মীদের ব্যস্ততা কি নিয়ে? এফডিসিতে প্রবেশ করলেই শোনা যায় তারা ব্যস্ত আছেন নির্বাচন, খেলাধূলা, বনভোজনসহ এ ধরনের বিভিন্ন কার্যক্রমে। শত্রুভাবাপন্ন হলে নির্বাচন প্রার্থীদের পোস্টার ছেঁড়ার কাজ নিয়েও তাদের কেউ কেউ ব্যস্ত থাকেন। অনদিকে মাত্র ১১ হাজার টাকায় প্রযোজক পরিবেশক সমিতির সদস্যপদ দিয়ে নতুন চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করা হচ্ছে প্রযোজকদের। প্রযোজক পরিবেশক সমিতির এই উদ্যোগও সফল হবে না বলে কেউ কেউ মনে করছেন। কারণ যে বিনিয়োগকারী কোটি টাকা লগ্নী করতে পারেন, তিনি এক লাখ দুই হাজার টাকার জন্য গলা শুকাননা। প্রকৃতপক্ষে চলচ্চিত্র নির্মাণের পরিবেশ তৈরি করতে হবে আগে।
একটি ছবি নির্মাণ করে পরিবেশনার জন্য কাকরাইল পাড়ায় গেলে লগ্নীতো ফেরত পানই না, উল্টো আরো পকেট থাকা অর্থ ব্যয় করে বাড়ি ফিরতে হয়। এর থেকে নির্মাতাদের পরিত্রাণ পেতে হবে এবং সিনেমা হলের সঙ্গে অর্থনৈতিক লেনদেনে যেসব মৌলিক সমস্যা রয়েছে সেগুলোর সমাধান করতে হবে। তাহলে লগ্নীকে নিরুৎসাহিত করা হলেও নতুন নতুন প্রযোজকরা এগিয়ে আসবেন। বিনিয়োগকারীরা চান লগ্নীর নিশ্চয়তা। সেটা শুধু চলচ্চিত্রের ক্ষেত্রেই নয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও। এটাই পুঁজির চরিত্র। বিষয়টাকে সে আলোকেই বিবেচনা করতে হবে। এছাড়া রয়েছে তারকা সংকট। কাকে নিয়ে ছবি বানাবেন নির্মাতারা। তারুণ্যদীপ্ত কোনো নির্ভরশীল তারকা নেই।
প্রযোজক পরিবেশক সমিতি অনুমোদিত সতেরটি ছবির জন্য সময়ও বেঁধে দিয়েছে। সেটা কোনো প্রযোজককে বেকায়দায় ফেলার জন্য নয়। সেটা করা হয়েছে, ত্বরিৎ ছবি শুরু করার মধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পকে গতিশীল করে তোলার জন্য। কিন্তু এতোগুলো ছবি যদি একসঙ্গে শুরু হয় তাহলে তারকা বা বাজার কাটতি শিল্পী পাওয়া যাবে কোথায়? নতুনদের নিয়ে ছবি শুরু করলেও তাদেরকে চলচ্চিত্র শিল্পী হিসেবে পরিচিত করে তোলার উদ্যোগ কোথায়? একজন মৌসুমী, শাবনূর বা পপিকে চলচ্চিত্র শিল্প তৈরি করেনি। তারা ছবিতে কাজ শুরু করার আগে বা শুরুর অল্প সময়ের মধ্যে পরিচিত মুখ হয়ে ওঠেছেন। তারা জন্মদিন পালন করে ছবি ছাপতে দেননি গণমাধ্যমে।
তারা আলোচিত হয়েছেন নানা দৃষ্টিকোণ থেকে। সেই মন-মানসিকতা এখনকার নবাগতদের মধ্যে নেই। যারা আসেন তাদেরকে সংশ্লিষ্ট নির্মাতারা আড়ালে রাখার চেষ্টা করেন। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হয়। কিন্তু এখন গণমাধ্যম অনেক বেশি প্রসারিত এবং কার্যকর। অথচ এখনই তারকা তৈরি হচ্ছে না। পেশা এবং প্রযুক্তিকে সমন্বিত করে নিজের মধ্যে ধারণ করার ক্ষমতা কোনো নবাগতের মধ্যে নেই। অনুধাবন করার বিষয় হলো, যেসব উপকরণ পরিবর্তমান সমাজকে এগিয়ে নিচ্ছে বা নিয়ন্ত্রণ করছে, তার বাইরে থাকার ক্ষমতা কারো নেই। তার থেকে বিচ্ছিন্ন হলেই একজনের সমাজের কাছে অপাংক্তেয় হয়ে পড়তেই হবে। যাযাবর যেমন বলেছেন, বিজ্ঞান জীবনকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। সূত্র : আমাদের সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


