বিনোদন ডেস্ক : অভিনেত্রী সাদিকা পারভীন পপি করোনা আক্রান্ত হয়ে তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে বর্তমানে তার অবস্থার পরিবর্তন হয়েছে। সেই সঙ্গে তার শ্বাসকষ্টের তীব্রতা কমেছে বলে সময় সংবাদকে জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই চিত্রনায়িকা।
পপি বলেন, ‘আগের চেয়ে ভালো অনুভব করছি। শ্বাসকষ্টের তীব্রতা কমে গেছে। আমার খাওয়াদাওয়া করতে অসুবিধা হচ্ছে না। তবে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে। পারিবারিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছি।’
এর আগে, শুক্রবার (২৪ জুলাই) করোনা আক্রান্ত হওয়ার খবরটি খুলনা থেকে মুঠোফোনে সময় সংবাদকে নিজেই বিষয়টি নিশ্চিত করেন তিনি। সেসময় পপি বলেন, বেশ কিছুদিন থেকে শরীরে জ্বর ছিল, সঙ্গে কাশি। মাঝে জ্বর কমেও গিয়েছিল। কিন্তু শরীর দুর্বল হওয়ায় কিছুই ভালো লাগছিল না। একসময় শ্বাসকষ্ট বেড়ে গেলে আমাকে পরিবারের লোকেরা করোনার নমুনা পরীক্ষা করাতে পরামর্শ দেন। করোনার নমুনা দেওয়ার পর গেল বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।