বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে বিরুদ্ধে মামলা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
বুধবার রাতে ঢাকার বনানীর বাড়ি থেকে পরীমনিকে তুলে নেওয়ার পর একই এলাকার আরেক বাড়ি থেকে রাজকে আটক করে র্যাব।
Advertisement
পরীমনি ও রাজ দুজনকে নিয়ে যাওয়া হয় উত্তরার র্যাব সদর দপ্তরে। তবে ৮টার দিকে পরীমনিকে এবং সাড়ে ১০টার দিকে রাজকে আটকের সময় র্যাব নির্দিষ্ট করে কিছু বলেনি।
র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান রাত ১১টার দিকে বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই’ পরিমনি ও রাজকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হলে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।
তাদের বিরুদ্ধে কী মামলা হবে, তা বলেননি এই র্যাব কর্মকর্তা। তবে আটকের সময় দুজনের বাড়ি থেকে মদ উদ্ধার করতে দেখা গেছে র্যাব সদস্যদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।