জুমবাংলা ডেস্ক : রাজশাহীর পুঠিয়ায় চিনি, আলু, ঝোলা গুড় আর বিষাক্ত রাসায়নিক পদার্থের সংমিশ্রণে তৈরি হচ্ছে খেঁজুরের গুড়। এসব গুড়ে সয়লাব উপজেলার বিভিন্ন হাট-বাজার। ভেজাল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ সাধারণ ভোক্তাদের।
সাধারণ ভোক্তারা বলছে, চাহিদা বেশি থাকায় গুড় প্রস্তুতকারকরা বাড়তি দামে বিক্রি করতে ঝোলা খেজুর গুড়ের সঙ্গে চিনি আর আলু মিশিয়ে উৎপাদন ও বাজারজাত করছেন। বাজার থেকে কম দামে নিম্নমানের ঝোলা ও নরম গুড় কিনে তাতে চিনি, রং, হাইড্রোজ, সোডা, ফিটকারি মিশিয়ে গুড় তৈরি করছেন তারা। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ।
জানা গেছে, রাজশাহীর খেজুরের গুড়ের সর্ববৃহৎ আড়ত হচ্ছে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া ও বানেশ্বর হাট। খেজুরের গুড় উৎপাদন মৌসুম শুরু হলেই এই হাটসহ পুরো উপজেলায় আড়াই শতাধিক আড়তে গুড় কেনাবেচা হয়। হাটবারসহ প্রতিদিন সকাল থেকে ওই আড়তগুলোতে ক্রেতা-বিক্রেতার ভিড় লেগে থাকে। বর্তমানে প্রতি কেজি গুড় ১১০ থেকে সর্বোচ্চ ১৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে বাজারে।
গুড় বিক্রেতা নজরুল আলী বলেন, খেজুরগাছগুলোর যত্ন বা তদারকি না করায় অনেক গাছে রস কম হয়। সে ক্ষেত্রে অল্প রসের মধ্যে অনেকেই চিনি দিয়ে গুড় তৈরি করেন। আবার কেউ কেউ বেশি লাভের আশায় ১০ কেজি খেজুরের গুড়ের মধ্যে পাঁচ কেজি চিনি মেশান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গুড় বিক্রেতা বলেন, খেজুর রসের গুড় তৈরি করতে কিছু চিনি মেশাতে হয়। তাহলে গুড়ের রং ও মান অনেক বেড়ে যায়। গুড়ের রং ভালো হলে বাইরের পাইকাররা বেশি দামে কিনতে আগ্রহী হয়।
ক্রেতা আসগর আলী বলেন, বেশির ভাগ গুড়ে আগেকার দিনের মতো সুগন্ধি নেই, স্বাদও কমেছে। এখন কি সেই যুগ আছে যে নির্ভেজাল গুড় পাব!
তবে পুঠিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক হাফিজুর রহমান হাফিজ বলেন, ইতিমধ্যে জেলা নিরাপদ খাদ্য অফিসার শাকিল আহম্মেদকে সঙ্গে নিয়ে উপজেলার বেশ কয়েকটি গুড়ের কারখানা পরিদর্শন করেছেন। খুব দ্রুত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে দ্রুত মোবাইল কোর্টের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।