চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে উড়িয়ে শিরোপা জিতল বার্সা

বার্সা

স্পোর্টস ডেস্ক: মরুর বুকে ‘এল ক্লাসিকো’! রবিবার রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে বার্সা। বেনজিমা-ভিনিসিয়ুসদের ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুললো কাতালনরা।
বার্সা
ম্যাচের ৩৩তম মিনিটে লিড নেয় বার্সা। রিয়াল ডিফেন্ডারের কাছ থেকে বল নিয়ে পাওলো গাভির কাছে পাস দেন রবার্ত লেভানদোস্কি। বল পেয়ে দারুণভাবে রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়াকে পরাস্ত করেন গাভি। বিরতির আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। গাভির দুর্দান্ত পাস থেকে গোল করেন লেভানদোস্কি।

বিরতির পর কার্লো আনচেলত্তির শিষ্যরা হজম করে আরো একটি গোল। এবার গোলদাতা পেদ্রি গঞ্জালেস। ৬৯তম মিনিটে গোলটি করেন তিনি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে একটি গোল করে পরাজয়ের ব্যবধান কমান রিয়ালনতারকা করিম বেনজিমা। ৩-১ গোলের জয়ে ১৪তম বারের মতো স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সা।

শচীনকে ছাড়িয়ে আবারো নতুন এক ইতিহাস গড়লেন কোহলি