আন্তর্জাতিক ডেস্ক : চীনের সাংবাদিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। তাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে যুক্ত করা হয়েছে নতুন কিছু শর্ত।
যুক্তরাষ্ট্রের সাংবাদিকদের চীনে ঢোকার ব্যাপারে চীন যে ব্যবস্থা নিয়েছিল, তারই ফলশ্রুতিতে এই পাল্টা ব্যবস্থা বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার
শুক্রবার একটি নতুন ধারা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, চীন যা করেছে, তা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। গত কয়েক মাস ধরে চীন ও যুক্তরাষ্ট্র সাংবাদিকদের কেন্দ্র করে পাল্টাপাল্টি পদক্ষেপ নিচ্ছে। মার্চে চীন তিনটি মার্কিন সংবাদপত্রের সাংবাদিককে বহিষ্কার করে। এর আগে যুক্তরাষ্ট্র চীনের রাষ্ট্রীয় পাঁচটি সংবাদমাধ্যমকে দূতাবাস হিসেবে গণ্য করার ঘোষণা দেয়।
শুক্রবার জারি করা বিধিমালাকে চীনের স্বাধীন সাংবাদিকতায় নিপীড়নের বিরুদ্ধে পদক্ষেপ বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি। সোমবার থেকে এই নির্দেশনা কার্যকর হবে। এতে করে চীনা সাংবাদিকদের ভিসার মেয়াদ ৯০ দিন করা হয়েছে। অবশ্য মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্রে এমন ভিসার জন্য সাধারণত মেয়াদ রাখা হয় না। নতুন এই বিধিমালা হংকং বা ম্যাকাউয়ের পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


