আন্তর্জাতিক ডেস্ক : চীনা সীমান্তের কাছেই এবার যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র-ভারত। অক্টোবরে দুই সপ্তাহ ব্যাপী এই মহড়া অনুষ্ঠিত হবে। উত্তরাখণ্ডের আউলিতে ১০ হাজার ফুট উচ্চতায় অনুষ্ঠিত হবে যুদ্ধ প্রশিক্ষণ। ১৪ থেকে ৩১ অক্টোবর এই সামরিক প্রশিক্ষণ হওয়ার পরিকল্পনা রয়েছে।
২০১৬ সালে ভারতকে অন্যতম প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে আখ্যা দেয় যুক্তরাষ্ট্র। ওই বছরই দুই দেশের মধ্যে সামরিক চুক্তি হয়। সে অনুযায়ী দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জাম সরবরাহ, মহড়াসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সর্বশেষ অলাস্কায় অত্যন্ত ঠান্ডার মধ্যে দুই দেশের সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছিল। সম্প্রতি ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হয়েছে। আর ২০২০ সাল থেকেই চীন ও ভারতের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ চলছে।
এদিকে, কম্বোডিয়ার নমপেনে আসিয়ান কূটনৈতিক সম্মেলনের সাইড লাইনে আলোচনায় বসে ভারতকে এশিয়া অঞ্চলে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে আখ্যায়িত করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বলেছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে আরও উন্মুক্ত দেখতে চায় যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে আঞ্চলিক মিত্রদের সাথে কূটনৈতিক, অর্থনৈতিকসহ বিভিন্ন ইস্যুতে সম্পোর্কন্নয়নের কোনো বিকল্প নেই।
সূত্র: ইন্ডিয়া টিভি
চিহ্নিত হয়েছে ‘দুর্বল’ ১০ ব্যাংক, তালিকায় প্রথম যে ব্যাংকের নাম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।