Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home চীনের উপহারে এক হাজার শয্যার হাসপাতাল নীলফামারীতেই স্থাপন হবে
    জাতীয় ডেস্ক
    জাতীয়

    চীনের উপহারে এক হাজার শয্যার হাসপাতাল নীলফামারীতেই স্থাপন হবে

    জাতীয় ডেস্কArif ArifArmanNovember 5, 20253 Mins Read
    Advertisement


    উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে নীলফামারীতে। চীন সরকারের উপহার হিসেবে এক হাজার শয্যা বিশিষ্ট আধুনিক বিশেষায়িত হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। জেলার সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল এলাকার ২৫ একর জায়গায় নির্মিত হবে এই হাসপাতাল।

    হাসপাতাল স্থাপনের জন্য ইতোমধ্যে মাস্টার প্ল্যান প্রণয়ন এবং বিভিন্ন স্থাপনার ব্যয়ের প্রাক্কলন তৈরির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিষয়টি জানিয়ে গত ৩০ অক্টোবর মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে নোটিশ জারি করেছেন উপ-সচিব ফাতিমা তুজ জোহরা ঠাকুর। নোটিশটি অত্যন্ত জরুরি হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

    মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নীলফামারী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউজ্জামান জানান,“চীন সরকারের উপহার এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের বিষয়ে আমরা ইতোমধ্যে ডিজিটাল সার্ভে শুরু করেছি।”

    এ বিষয়ে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন,“দারোয়ানী টেক্সটাইল এলাকায় প্রায় ৬০ একরেরও বেশি সরকারি জায়গা রয়েছে। হাসপাতালটির জন্য প্রয়োজনীয় ২৫ একর জমি চিহ্নিত করে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। নির্দেশ মোতাবেক ব্যয় নির্ধারণ ও ডিজাইনের কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, হাসপাতালটি নীলফামারীতেই স্থাপিত হবে।”

       

    এই হাসপাতাল নির্মাণ হলে উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

    চীন সরকারের হাসপাতাল স্থাপনের জন্য নীলফামারীকে নির্বাচিত করার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকার ও চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    জেলা বিএনপির সদস্য সচিব ও নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এএইচএম সাইফুল্লাহ রুবেল দেশ রূপান্তরকে বলেন, হাসপাতালটির ফলে এলাকার স্বাস্থ্য সেবার মান যেমন বাড়বে, তেমনি অর্থনৈতিকভাবে শক্ত অবস্থানে দাঁড়াবে। উন্নত চিকিৎসা নিতে এখন আর দেশের বাইরে যেতে হবে না।

    সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও নীলফামারী-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ দেশ রূপান্তরকে বলেন, নীলফামারীর মানুষ আজ গর্ববোধ করছে। এতবড় একটি হাসপাতাল বৈপ্লবিক পরিবর্তন আনবে এই জেলার। হাসপাতালটির ফলে নীলফামারীর বিভিন্ন এলাকার মানুষ চিকিৎসা নিতে আসবেন।

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নীলফামারী জেলা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুল মজিদ দেশ রূপান্তরকে বলেন, আমরা আজ অনেক গর্বিত। সকল জল্পনা-কল্পনার পর চীন সরকারের বিশেষায়িত হাসপাতালটি নীলফামারী জেলায় হচ্ছে। আগে জটিল রোগের চিকিৎসার জন্য সাধারণ মানুষকে ভারত, চীন, সিঙ্গাপুর বা মালয়েশিয়া যেতে হতো। এখন তাদের আর কোথাও যেতে হবে না। সকল জটিল রোগের চিকিৎসা এখন চীনের উপহার বিশেষায়িত হাসপাতালে পাওয়া যাবে।

    নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সোহেল পারভেজ দেশ রূপান্তরকে বলেন, চীন সরকারের হাসপাতাল স্থাপনের জন্য নীলফামারীকে নির্বাচন যথাযথ। টেক্সটাইল মাঠ সবদিক থেকে অন্যান্য জায়গার তুলনায় এগিয়ে। হাসপাতালটি স্থাপনের জন্য সকল সুযোগ-সুবিধা পাবে। এছাড়া ব্যবসায়ী দিক থেকেও জেলা আরও সমৃদ্ধ হবে।

    সংশ্লিষ্ট সূত্র মতে, চীনের উপহার এক হাজার শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণে স্থান নির্ধারণে যোগাযোগ ব্যবস্থাকে প্রাধান্য দেওয়া হয়েছে। হাসপাতালটি তিস্তা অববাহিকা অঞ্চলে অবস্থিত। এছাড়া সৈয়দপুরে আন্তর্জাতিক বিমানবন্দর থাকায় রোগীদের পরিবহন সুবিধা নিশ্চিত হবে। নীলফামারীর দারোয়ানী থেকে উত্তরা ইপিজেডের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার, যেখানে প্রায় ৬০০ চীনা নাগরিক কর্মরত।

    সৈয়দপুর বিমানবন্দর, রেলপথ ও সড়ক যোগাযোগের কারণে রোগীরা সহজে বিশেষায়িত হাসপাতালে পৌঁছাতে পারবেন। তিস্তা নদীপথে স্পিডবোট অ্যাম্বুলেন্স ব্যবস্থাও থাকবে, এবং হাসপাতাল ঘিরে হেলিপ্যাড ও রেলপথ ব্যবস্থা থাকবে। ফলে নীলফামারীর দারোয়ানীর এলাকা হাসপাতালের জন্য অত্যন্ত উপযুক্ত।

    নির্ভরযোগ্য সূত্র জানায়, চীনের বিশেষায়িত হাসপাতালে থাকবে আন্তর্জাতিক মানের টারশিয়ারি কেয়ার ব্যবস্থা। বাংলাদেশসহ নেপাল, ভুটান ও ভারতের লোকজন এখানে চিকিৎসা নিতে পারবেন। হাসপাতালে নিউরো সার্জারি, নিউরোলজি, কিডনি/নেফ্রোলজি, ক্যান্সার, ব্রেস্ট ইনফার্টিলিটি, ইউরোলজি, কার্ডিওলজি, লিভার-কিডনি-বনম্যারো ট্রান্সপ্লান্টেশন, হার্টের বড় অপারেশন ও ট্রান্সপ্লান্টেশনসহ সমস্ত জটিল চিকিৎসা প্রদান করা হবে।

    সূত্রে জানা যায়, চীন বাংলাদেশে তিনটি হাসপাতাল নির্মাণ করতে চেয়েছে। সর্বপ্রথম হাসপাতালটি হবে নীলফামারীতে, আরেকটি চট্টগ্রামে এবং একটি ঢাকায়। এই তিনটি হাসপাতাল হবে সুপার স্পেশালিস্ট হাসপাতাল।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় উপহারে এক চীনের নীলফামারীতেই শয্যার স্থাপন হবে হাজার হাসপাতাল
    Related Posts

    আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকা সেনা সদস্যদের অর্ধেককে মাঠ থেকে সরানোর সিদ্ধান্ত

    November 5, 2025

    গৌরীপুরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

    November 5, 2025

    নিউইয়র্কের মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় জোহরান মামদানির

    November 5, 2025
    সর্বশেষ খবর

    আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকা সেনা সদস্যদের অর্ধেককে মাঠ থেকে সরানোর সিদ্ধান্ত

    গৌরীপুরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

    নিউইয়র্কের মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় জোহরান মামদানির

    অন্তর্বর্তী সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে : মির্জা আব্বাস

    নির্বাচনে পুলিশের অবহেলা হলে মাত্রাতিরিক্ত শাস্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা

    দেশজুড়ে ৯৮২ বিচারকের পদোন্নতির সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায়

    এই নির্বাচনই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

    চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পথে জামায়াতে ইসলামী, নির্বাচনে ‘এক বাক্সে ভোট’ কৌশল

    চাঁদপুরে জাতীয় পার্টি ও জাসদ ছেড়ে শতাধিক নেতা-কর্মীর এনসিপিতে যোগদান

    ড. জাকির নায়েক

    বাংলাদেশে আসছেন না ড. জাকির নায়েক

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.