চীনের পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে সোমবার ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি প্রথমে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ২ বললেও পরে তা বাড়িয়ে ৫ দশমিক ৫ নির্ধারণ করে।

সিইএনসি জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৫৬ মিনিটে এই ভূমিকম্পটি হয়।
ভূমিকম্পের কেন্দ্র ছিল মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে। গানসু প্রদেশ ভূমিকম্পপ্রবণ এলাকা।
এটি ছিংহাই–তিব্বত মালভূমির উত্তর প্রান্তে অবস্থিত। এর আগে ২০২৩ সালে গানসু ও পাশের ছিংহাই প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
আরও পড়ুনঃ
ওই ভূমিকম্পটি ছিল ২০১৪ সালের পর সবচেয়ে ভয়াবহ, যাতে ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
সূত্র : আলঅ্যারাবিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


