আন্তর্জাতিক ডেস্ক : ‘চীনের দিকে বেশি ঝুঁকছে পাকিস্তান’, এই ধারণাটি উড়িয়ে দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পাকিস্তানের কৌশলগত দিকটি হলো ‘সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখা।’- খবর ডনের।
রবিবার সাংবাদিক, সাবেক কূটনীতিক ও ইসলামাবাদের থিংক ট্যাংকগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথোপকথনকালে এসব কথা বলেন ইমরান খান। তিনি বলেন, আমরা এমন অবস্থান ধরে রাখতে চাই না যে, আমরা শুধুই একটি নির্দিষ্ট গ্রুপের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছি।
তিনি বিশ্বাস করেন, পাকিস্তানের কৌশলগত অবস্থা সম্পর্কে রাওয়ালপিন্ডি অবহিত। রাওয়ালপিন্ডি হলো পাকিস্তানের সামরিক স্থাপনার মূল অবস্থান।
ইমরান খান ২০১৮ সালে পাকিস্তানের ক্ষমতায় আসেন। এরপর তার সরকার যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছেন, তা হাইলাইট করেন। তিনি বলেন, তার দেশের যে দুর্দশা তার জন্য দায়ী সরকারের কিছু কর্মকর্তার নিজস্ব স্বার্থ। তাদের এসব স্বার্থ জাতীয় স্বার্থসংশ্লিষ্ট নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।