আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস প্রাদুর্ভাবের মতো ভয়াবহ পরিস্থিতিতে নতুন ভাইরাসের উৎপাত শুরু হয়েছে চীনে। পোকার মাধ্যমে ছড়ানো এই ভাইরাসে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই রোগে সংক্রমিতের সংখ্যা ৬০।
চীনের স্বাস্থ্য বিভাগ মৃত্যু ও সংক্রমিতের তথ্য নিশ্চিত করেছে।
নতুন এ ভাইরাসটির নাম ‘টিক ব্রন’। বিশেষজ্ঞরা একে সিভিয়ার ফিভার উইথ থ্রমবোসাইটোপেনিয়া সিনড্রোম (এসএফটিএস) নামকরণ করেছেন।
চীনের সরকারি তথ্যমতে, বিশেষ এক ধরনের রক্তচোষা পোকার কামড় থেকে ছড়িয়ে পড়ছে ভাইরাসের সংক্রমণ।
চীনের গ্লোবাল টাইমসের রিপোর্ট অনুযায়ী, পূর্ব চীনের জিয়াংসু প্রদেশে এখন পর্যন্ত ৩৭ জনের শরীরে টিক ব্রোন বা এসএফটিএস ছড়িয়েছে। আনহুই প্রদেশে ২৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
ভাইরাসের লক্ষণ
মূলত ভাইরাসটি ছড়ায় রক্ত চোষা এক প্রজাতির পোকার মাধ্যমে। এ পোকাগুলো শরীরের ভেতরেও ঢুকে যেতে পারে। জ্বর, সর্দিকাশি, সেইসঙ্গে লিউকোসাইটের সংখ্যা হ্রাস- টিক ব্রন বা সিভিয়ার ফিভার উইথ থ্রমবোসাইটোপেনিয়া সিনড্রোমের লক্ষণ।
ভাইরাসটি করোনার মতো মারাত্মক কিনা, জানার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা। এটি প্রাণঘাতী কিনা- তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষাও চলছে।
চীনের ভাইরাস বিশেষজ্ঞদের বরাতে গ্লোবাল টাইমস বলছে, এসএফটিএস ভাইরাস নতুন কোনো ভাইরাস নয়। ২০১১ সালেই এই ভাইরাসের প্যাথোজেনকে পৃথক করা হয়। এটি বুনিয়াভাইরাসের ক্যাটাগরিতে পড়ে। বিশেষ এক ধরনের রক্তচোষা পোকার কামড় থেকেই মানুষের শরীরে এই ভাইরাস সংক্রমিত হয়েছে। মানুষ থেকে মানুষের শরীরে এ ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
চীনের ঝিজিয়াং বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক শেং জিফাং বলছেন, ‘ভাইরাসটি রক্ত বা মিউকাস থেকে ছড়িয়ে পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে। পোকার কামড়ে এটি ছড়ায়। তাই সাবধান থাকতে হবে।’
কীভাবে জানা গেল
জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিংয়ের এক আক্রান্ত নারী জ্বর-সর্দির মতো সাধারণ উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। জ্বর না কমায় চিকিৎসকরা রক্ত পরীক্ষা করাতে দেন। ফলাফলে দেখা যায়, লিউকোসাইট কমে গেছে। প্লাটিলেটের সংখ্যাও স্বাভাবিকের তুলনায় কম। হাসপাতালে রেখে এক মাসের উপর চিকিৎসা চলে। তার পরেই নারী সুস্থ হয়ে ওঠেন। পরে জানা যায় ওই নারী নতুন এ ভাইরাসে আক্রান্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।